ইরাকে ইঙ্গ—মার্কিন হামলার প্রতিবাদে সপ্তাহব্যাপী যুদ্ধবিরোধী সমাবেশ ও প্রদর্শনী
সমাবেশ ও প্রদর্শনী ২৯ মার্চ এর সফলতা থেকে উৎসাহিত হয়ে আয়োজক বৃ্ন্দ যুদ্ধবিরোধী সমাবেশ ও প্রদর্শনীর সপ্তাহব্যাপী আয়োজন করে। জনমনে ইরাকে ইঙ্গ—মার্কিন হামলার প্রতি অসমর্থনে সোচ্চার করে তুলতে এমন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটে উদ্বোধনের মাধ্যমে সপ্তাহব্যাপী এই আয়োজনের যাত্রা শুরু হয়। ঢাকার ছয়টি পয়েন্টে বিপুল লোকসমাবেশে ইরাক—আফগান যুদ্ধসহ যুদ্ধবিরোধী অনেকগুলো প্রামাণ্যচিত্র প্রদর্শিত ও আলোচনা করা হয়। ১২ তারিখ থেকে ক্রমান্বয়ে মুক্তাঙ্গন, মিরপুর, মোহম্মদপুর, তেজগাঁও, সুত্রাপুর ও ধানমন্ডিতে সমাবেশ ও প্রদর্শনী হয়। এখানেও সহ আয়োজক ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এপ্রিল (১১—১৮) , ২০০৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *