দর্শন বিষয়ক কর্মশালা
ফ্রয়েডিয়ান স্কুল অফ প্যারিসে, জাক—লাকাঁর ১১তম সেমিনারের উপর গ্রন্থ ‘ফ্রয়েডের চার মৌলবাদ বিষয়ে মনোবিশেষণ পর্যালোচনা’ এই কর্মশালার বিষয়। কোর্স পরিচালক সলিমুল্লাহ খান। আধূনিক ব্যাবস্থাপনায় ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে আয়োজিত এই কর্মশালায় প্রায় পনেরো অধিক ছাত্র কোর্সে অংশ গ্রহণ করে।
জুলাই—সেপ্টেম্বর (২৫ জুলাই থেকে)
২০০৫