জাক—লাকাঁ সভা পরিচিতি
জাক—লাঁকা সভা এশীয় শিল্প সংস্কৃতি সভার দর্শন বিষয়ক শাখা। আর এ শাখার মূল প্রাণসঞ্চালক ড. সলিমুল্লাহ খান। মূলধারার বাইরে থেকে দর্শন চর্চাকে বিস্তৃত ও জনপ্রিয় করে তুলতে জাক—লাকাঁ সভা কাজ করে যাচ্ছে চার বছর ধরে। এ সময়ে এসে স্কুলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০৩ ও ২০০৪ সালে সভা তিনটি দর্শন উঃসবের আয়োজন করে। মনের সংসারচরিত বিষয়ে—হেগেল বক্তৃতা (১৪১০)—১ম অংশ পরিচালনা করেন সলিমুল্লাহ খান। ২য় অংশে বাংলার ভাবান্দোলন বিষয়ে ফরহাদ মাযাহারের ৬টি বক্তৃতা দেন। আর দর্শন উৎসবের শেষ আয়োজনে সলিমুল্লাহ খান ‘আফলাতুনের রাষ্ট্র’ শিরোনামে কর্মশালাটি পরিচালনা করেন।২০০৫ সালে ‘ফ্রয়েডের খাবনামা’ শিরোনামে ফ্রয়েডের ইন্টারপ্রিটেশন অফ ড্রিম থিওরি নিয়ে সলিমুল্লাহ খানের তত্ত্বাবধানে আরো একটি সফল কোর্স শেষ হয়......মাসে। সেই ধারবিাহিকতায় বর্তমানে ফ্রয়েড ও লাকাঁর চার মৌলবাদ নিয়ে মনোবিশে­ষণ পর্যালোচনা কর্মশালা পরিচালিত হচ্ছে সলিমুল্লাহ খানের তত্ত্বাবধানে। সবমিলিয়ে এখন পর্যন্ত জাক—লাকাঁ সভায় প্রায় পনে—দুইশ জন অংশ গ্রহণ করে। চলতি কর্মশালায় রয়েছে পনেরোর অধিক ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *