সেন্টার ফর এশিয়ান আর্টস অ্যান্ড কালচার (CAAC) একটি সাংস্কৃতিক ও দর্শনভিত্তিক সংগঠন। এশিয়ার শিল্প, সংস্কৃতি ও সামাজিক চিন্তাকে কেন্দ্র করে এই সংগঠনটি ব্যক্তি ও সমাজকে যুক্ত করে।

CAAC পরিচালিত হয় একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এবং এটি একটি স্ব-আর্থায়িত ও অলাভজনক প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি, শিল্প ও দর্শন চর্চার মধ্য দিয়ে সমাজে শান্তি, সহনশীলতা ও চিন্তার বিকাশ ঘটানো যায়।

Donate Now